ওরে ধর্মোন্মাদের দল!
অনুভূতি তোদের কোথায় থাকে বল
যার আহত হওয়া দোষ!
সেটা কী মায়ের ভরা গর্ভ, নাকি বাপের অন্ডকোষ?
যেখানে ধাক্কা লাগতে মানা-
ধর্ম মানে ধারণ করা, নেই বুঝি তা জানা!
আমরা জানি অনুভূতিদের মনের গভীরে বাস,
ষড়রিপু ঘেরা আবেগ চেতনা, মানবীয় গুণ খাস।
আছে তোদের ওসব কিছু? ওরে তোরা জীবন্ত লাশ!
ধর্মের বিষ বিকিকিনি করে জোটাস মুখের গ্রাস।
ধর্ম শেখায় সেবাযত্ন, ধর্ম মানবিকতা,
তোদের ধর্ম হিংসা বিভেদ এক্কেবারে যা তা!
আমার ধর্ম মানব ধর্ম, তোদের সবটা ভুল
পরিচয় যার টিকি আর দাড়ি, সেই ধর্মই চুল।
লোমের ধর্মে নিমজ্জিত, তোরা বেল্লিক বজ্জাত
লোম চুল জানি অনুভূতিহীন, কিভাবে তাতে আঘাত?
ধর্ম তোদের হানাহানিতে, গরু শুয়োরের মাংস
আসলে তোরা সমাজের কীট, আহাম্মকের বংশ।
No comments:
Post a Comment