ছবি ঃ ইন্টারনেট
যা দেখি-যা শুনি
*****************
সকাল সক্কাল অকাল রবীন্দ্রজয়ন্তীরর আমেজ নিয়ে এতটাই আচ্ছন্ন ছিলাম যে, বেলা ১০ টা পর্যন্ত বেশ নেশাচ্ছন্ন ছিলাম। দুটো দেশ। আর আমার মননের রবি।
তাল কাটলো, একটু বেলা গড়াতেই।
ভেবেছিলাম বাংলাদেশ ভারত ম্যাচ নিয়ে কিছু লিখব না,কারণ এই দু দেশই আমার অতি আপনার। জাতীয়তা সূত্রে আমি ভারতীয় কিন্তু একজন বাঙালী হিসেবে বাংলাদেশকে আমি যথেষ্ট সম্মান করি । কিন্তু সেই লিখতেই হোলো..........
বাংলাদেশের ক্রিকেট ফ্যান ও তাদের সোশাল মিডিয়া, নিউজ ও প্রিন্ট মিডিয়া, ধর্মগুরু, থেকে নিতান্তই ভবঘুরে পর্যন্ত, বিগত ৫-৬ দিন ধরে ক্রমাগতভাবে প্রতিটি ভারতীয় খেলোয়ার দের ব্যাক্তিগত ভাবে অবিরাম ভাবে হ্যাটা করে চলেছিলো। আর তার সাথে বিনা প্ররোচনায় আমাদের মতো আকন্ঠ ভারতীয় ক্রিকেটের মদে আচ্ছন্ন মাতালদেরও সমানে উত্তেজিত করে চলেছিলো। যেন সত্যিই কোন প্রকাশ্য যুদ্ধ হচ্ছে।
আমি জানি ওগুলোর মত ক-একটা, ওপার বাংলার গুটিকয় রামপাঁঠার মত বা চুনোপুটির কথায়, ভারতীয় ক্রিকেটের কিছু আসে যায় না। কিন্তু কি করব বলুন, আমরা সবাই ই সাধারণ বাঙালী। আমাদের ও নিজেদের দেশ নিয়ে যথেষ্ট আবেগ আছে। আর খেলা টা যখন ক্রিকেট, তখন তো কথাই নেই। সাধারণ বাঙালীদের নিয়ে একটি প্রবাদ আছে,এরা যতই উপরে উঠুক না কেন শকুনের মত এদের চোখ একটু হলেও ভাগারের দিকেই থাকে।
বাংলাদেশিরা দেখিয়ে দিয়েছে তাদের নজর কতোটা নিচেয়। তবে আমি ওদের মত অতো নিচে যেতে পারব না কারণ ওরা মানসিক ভাবে, পঙ্গুত্বে আক্রান্ত পরিবারের সদস্য হলেও, আমি অন্তত সামাজিকতায় শিক্ষিত এবং ভারতীয় উদার ও সেকুলারিজম এ বিশ্বাসী । তাই আমি এই তথাকথিত জঙ্গি বাংলাদেশি সমর্থকদের থেকে একটু অনন্য সাধারণ। তাই আমার দেশ মাতৃকার সম্মান রক্ষার্থে একটু কষ্ট হলেও, ওই সকল বাংলাভাষী জানোয়ারদের অভদ্রতার জবাব আমি তথ্যসহ ভদ্র ভাষায় দিচ্ছি।
আপনারা এতোবছর ধরে ক্রিকেট খেলছেন। এই সেই কবেকার আইসিসি ট্রফি বাদে কোনো আন্তর্জাতিক ট্রফি কি জিততে পেরেছেন?? পারেন নি। শ্রীলংকা টেস্ট স্টেটাস পাওয়ার তেরো বছরের মধ্যে বিশ্বকাপ জিতেছিল.। আন্তর্জাতিক ক্রিকেট শুরু করার একুশ বছরের মাথায় আমরা বিশ্বকাপ জিতেছিলাম। আর এতোদিন ধরে বাংলাদেশ কি করেছে?? বাংলাদেশ আন্তর্জাতিক খেলা শুরু করেছিলেন আজ থেকে মোটামুটিভাবে চব্বিশ বছর আগে। কি এমন ঘোড়ার ডিম বানিয়েছেন এতোদিনে?? কিছু একটা হলেই বাংলাদেশিরা বলেন আমরা দুহাজার সাত ও বারোতে ইন্ডিয়াকে হারিয়েছি। হার জিত তো খেলার ঈ অঙ্গ। ভারত ও বহুবার বহুদেশ কে নির্লজ্জ ভাবে হারিয়েছে, অষ্ট্রেলিয়াও তাই, দক্ষিন আফ্রিকা, শ্রীলংকা, পাকিস্থান.... কার এই গরিমা নেই?? কিন্তু ওরা বোধহয় এতোটা বেহায়া নয়। আরে বাবা ২০০৭ এর পর গঙ্গা দিয়ে অনেক জল বয়ে গেছে। আমরা মঙ্গল পর্যন্ত পাড়ি দিয়েছি। আজ পর্যন্ত যাদের নিজস্ব কোন স্যাটেলাইট নেই। পরিকল্পনা প্রস্তাব নেই। কাজের মাসির মত অন্যের দেশে কাজ করে খায়, মানে অবশিষ্ট পৃথিবীর, লেবার আর ভিখারি সাপ্লায়ার। সিধুর কথাটাই ঠিক, নিজের পাড়ায় কুত্তাও বাঘ।
এবার আসি একাত্তরের কথায়। কথাটাতো সত্যি বাংলাদেশিদের স্বাধীনতা ভারতের দান। কারণ পাকিস্তান যদি পশ্চিম ফ্রন্ট আক্রমন না করতো আর ভারত যদি যুদ্ধে অংশ না নিতো তাহলে সপ্তম নৌবহরের মাত্র একটা বোমাই লাগত বাংলাদেশকে মরুভূমি করতে। ইয়াহিয়ার পশ্চিমে আক্রমনের ভুল সিদ্ধান্তের কারণেই আজ বাংলাদেশ স্বাধীন। তবে বাংলাদেশিরা আমাদের খেয়ে,আমাদের পড়ে, আমাদের সাথে যেমন অকৃতজ্ঞের মত বিহ্যাভ করছেন তাতে আজ বলতে বাধ্য হচ্ছি, ইন্দিরাজী সেদিন দুধ কলা দিয়ে বাংলাদেশ নামের একটা কালসাপ পুষেছিলেন, বা জন্ম দিয়েছিলেন।আসলে আজকের বাংলাদেশের যুবসমাজ টাই মনে হচ্ছে নপূংসক, কুলাঙ্গার। মুখে মারিতং জগৎ।
কি দরকার ছিলো, বাংলাদেশের যুদ্ধে হস্তক্ষেপ করার?? আমাদের পশ্চিমে থর মরুভূমি রয়েছে পূর্বে না হয় বাংলা মরুভূমিই থাকত। কিন্তু যখন সেই হস্তক্ষেপ করাই হোলো তখন কোনো দরকার ছিল কি, পূর্বে আমাদের দখল করা জায়গা গুলো স্বাধীন করার?? যে কোন সুস্থ মস্তিষ্কের "মানুষ" কে প্রশ্নটা করতে ইচ্ছা হয়, আপনি কি এমন কোনো যুদ্ধের কথা শুনেছেন যেখানে জয়ী পক্ষ তাদের বিজিত অঞ্চল গুলোকে স্বাধীন করে দিয়ে এসেছে?? ভারত দিয়েছে।
আমি গর্বিত, আমি ভারতীয়।
একাত্তরের পাক ভারত যুদ্ধ বাদে কোথাও এমন ঘটনা নেই। আমরা পাকিস্তানের সাথে যুদ্ধে পূর্ব পাকিস্তান দখল করার পরেও সেটাকে স্বাধীন বাংলাদেশ করে দিয়ে এসেছিলাম। স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত আপনাদের সকালের কোলগেট টুথপেস্ট থেকে রাতের স্টার জলসা সবইতো আমাদের দান। চাষের জল থেকে বিশ্বব্যাঙ্কের লোন, ভারতের এক বিন্দু সাহায্য ছারা যারা অচল, পঙ্গু, স্থবির, তাদের এতো কপচানি আসে কঅথা থেকে?? একটাই উত্তর- হিংসা, আর অপুর্ণ লালসা। কথায় আছে না, হাঁকা কলসির আওয়াজ বেশি। একাত্তর সালে স্বাধীনতা নামক শব্দটি বাংলাদেশীদের দান করেছিলাম।
একটা হুঁশিয়ারি দিয়ে লেখাটা শেষ করতে চাইছি, বাংলাদেশিরা বলেছেন আপনাদের বাবার খড়মটা বাংলাদেশি নাগরিক সমাজ নাকি আমাদের জন্য তুলে রেখেছেন। আমি বাংলাদেশি কাপুরুষ দের উদ্দেশ্যে বলছি, আমার স্বর্গতঃ দাদুর একজোড়া ব্রিটিশ আমলের নাগরা জুতো আছে আমি সেটা আপনাদের জন্য তুলে রাখলাম..........
ধন্যবাদন্তে,এক আম ভারতীয়।
No comments:
Post a Comment