যৌনতা কি কোন ট্যাবু বা নিষিদ্ধ কাজ? না তা তো মোটেই নয়।
বরং এ হল সভ্যতা ও বংশ রক্ষার একমাত্র উপায়, কিছু নিকৃষ্ট জীব ব্যাতিরেকে।
তাহলে সেচ্ছায়, কোন একান্ত মুহুর্তে, দুটো প্রেমাষ্পদ মানুষ, উপচে পরা সোহাগের বালতি, মন যেখানে বাঁধা পরে গেছে, সেখানে শরীর নিয়ে ছুৎমার্গ কেন?
মানুষ ছারা যদিও, প্রানীকুলে আর কারোর মধ্যে এই ঢাকঢাক গুড়্গুড় নেই। খাওয়া, সুসু বা পটির মতই এটা একটা দৈনন্দিন কর্ম। বা হাঁসি কান্না বা রাগের মতই একটা অনুভুতি, যেটার মানিসিক তৃপ্তি, শারিরিক স্খলনে।
যার সাথে সব কিছু ভাগ করে নেওয়া যায়, শুধু শরীরের বেলায় সতীত্ব!
এ জিনিস ভাবের ঘরে চুরি।
তাছারা, কেনা নাঙল জিরোতে দিতে, খুন্তি দিয়ে চাষ করার কোন মানে হয়?
তাই নারী-পুরুষের গভীর প্রেম কখনই গভীর হতে পারে না, চামরার স্পর্শ ছারা। মনের গভীরে পৌছানোর সাথে সাথে, সেটাকে স্থায়ীত্ব দেয়, শরীরের গভীর অংশে পোছানো বা পৌছতে দেবার মধ্যে। মানে, বিনা অস্ত্রপ্রচারে যতটা যায় আর কি..........
প্রেমের বিশ্বস্ততা বেড়ে কি যায় না, যখন এটা শুনি:- "এই সব কিছু, এ তো শুধুই তোমার জন্য.........." ইত্যাদি ইত্যাদি....
No comments:
Post a Comment