হৃদয়ে উঠে
ফেনিল তুফাল
বোবা মুখে আজ তালা
কি জানি তব কিসের তরে
চির অপেক্ষা পালা
বোবা মুখে আজ তালা
কি জানি তব কিসের তরে
চির অপেক্ষা পালা
বিরহ বেদনে আতুর আঁখি
কিসের কামনা অতি
এমনি সুখেতে হৃদয় ভরিলে
কিসেরই বা তাহাতে ক্ষতি
কিসের কামনা অতি
এমনি সুখেতে হৃদয় ভরিলে
কিসেরই বা তাহাতে ক্ষতি
শরীর বাজারে খরিদ যোগ্য
অমুল্য তাই হৃদয়
অদেখাতেও লেনদেন চলে
অনুভবে কথা কয়
অমুল্য তাই হৃদয়
অদেখাতেও লেনদেন চলে
অনুভবে কথা কয়
কতটা পাইলে আপন হয়
কতটা ছারিলে পর !
চির আপন সে ই রে পাগল
অন্তরে যার ঘর
কতটা ছারিলে পর !
চির আপন সে ই রে পাগল
অন্তরে যার ঘর
No comments:
Post a Comment