তোমাদের বোলারা নি:সন্দেহে বিশ্বমানের। সাকিব, মুস্তাফিজুররা
ভাল সঙ্গত পেলে কি করতে পারে IPL বড় প্রমান। দু একজন ব্যাটসম্যানও
তাই। ফিল্ডিং অনেক উন্নত ও বেশ ভাল কিছু অলরাউন্ডার রয়েছে।
বড় কষ্ট হয়, ওদের কিছু ছোটলোক সাপোর্টারেরা অশ্লীলতা শুরু করে।
নাচনকোঁদন দেখে ঝাঁট জ্বলে যায় আর কি।
সুতরাং, সেই ভাষাতে বাধ্য হলেও খিল্লি করতেই হয়। কারন
জাত্যভিমান ও ক্রিকেটীয় গর্ব আমাদেরও কিছু কম নেই। ম্যাচ শেষ খিল্লি শেষ।
তবুও বলব-
সাবাস বাংলাদেশ। অষ্ট্রেলিয়া ইংল্যান্ড ওয়েষ্ট ইন্ডিজের মত কুলীন
দল গুলোকে টপকে শেষ চারে থাকাটা গর্বের বইকি।
বেষ্ট অফ লাক।
No comments:
Post a Comment