হত্যার তদন্ত,
বিচার, ওনার পরিবারের সুরক্ষা ও আপনাদের
মত বাকি সরকারী কর্মীদের সুরক্ষা।
------------
কাউকে পাশে
পাচ্ছেননা প্রতিবাদে?
আপনারা কি মাত্র মেরেকেটে ২-১০ জন?
যার জন্য মনে কিন্তু কিন্তু?
অথচ যা অন্তরে যা বিপ্লবের গরম- বগলে ডিম দিলে সিদ্ধ না হলেও মুরগির বাচ্চা হয়ে যাবে এমন অবস্থা?
বেশ-
আপনারা কি মাত্র মেরেকেটে ২-১০ জন?
যার জন্য মনে কিন্তু কিন্তু?
অথচ যা অন্তরে যা বিপ্লবের গরম- বগলে ডিম দিলে সিদ্ধ না হলেও মুরগির বাচ্চা হয়ে যাবে এমন অবস্থা?
বেশ-
তাহলে রাজনীতি,
চোখরাঙানী, শো-কজ, হুমকি ইত্যাদি নাহয় এ কদিন একটু ভুলেই যান। আর চলুন "নেই প্রজাতির
প্রতিবাদ" শুরু হোক।
এবারে? এখনি? আজকেই? হ্যাঁ
এবারেই, এখনিই, আর আজ সম্ভব না
হলে, কাল পরশু বা তারপরদিন। কিন্তু এ সপ্তাহেই, যত তাড়াতাড়ি সম্ভব।
কোলকাতা,
রায়গঞ্জ, হিল্লি, দিল্লি কালীঘাট, সুজন কুজন মুকুল বকুল ড্যাস
ড্যাস সব ভুলে যান। নিজের এলাকাতেই "পোতিবাদ" হবে, মানে আপনি পারলেই হবে।
আপনার এলাকাতে ওই ২-১০ জন মিলে হল্লা করুন নিকটস্থ প্রশাসনিক ভবনটির
সামনে বা থানার সামনে একটা স্থানে। সংবিধান মেনে প্রকাশ্য ও রিলে-প্রতিবাদ করুন।
যেন একজন গেলে অন্যজন সেই ধারা বজায় রাখবেন।
বিশ্বাস করুন,
কিছু মাতাল দাঁতাল হার্মাদ 'হেয়ার
& স্কিন' পাবলিক মিছিলে যাবার
অভ্যাসেই পা মিলিয়ে সংখ্যাটাকে ঠিক দ্বিগুন করে দেবেই। আর যদি এলাকাতে শুভবুদ্ধি
সম্পন্ন মানুষের বাস থাকে, তাহলে তো কথাই নেই, নিচে ৫০ উপরে ৫০০-১০০০ মানুষের জমায়েত হলেও আশ্চর্যের কিছু নেই।
তবে হ্যাঁ,
এসবই আপনাদের অনভিজ্ঞতা আর অনভ্যাসের ফোঁটা তো, তাই চড়চড় করতে পারে। সুতরাং- অবশ্যই একটা প্ল্যাকার্ড ফেস্টুন বা
পোষ্টার বা ঐ জাতীয় কিছু হাতে রাখুন, মানে ঘাবড়ে গিয়ে মুখ
নিরব(মোদী নয়) হলে গেলে যেন রাষ্টযন্ত্র চিনে নিতে পারে, যে
এনারা কি চাইছেন।
আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যে-
৬ টা কর্পোরেশন
১২১টা পুরসভা
৩৪১ টা প্রশাসনিক ব্লক
৬৬ টা সাবডিভিশন
২৩ টা জেলা
৩ টে ডিভিশন
১২১টা পুরসভা
৩৪১ টা প্রশাসনিক ব্লক
৬৬ টা সাবডিভিশন
২৩ টা জেলা
৩ টে ডিভিশন
মোট কটা হল?
হবে শ-পাঁচেক কত, যাই হোক-
এই সব কটা স্থানে ওই ২-১০ জন করেই হল্লা করুক, নিয়মিত।
এই সব কটা স্থানে ওই ২-১০ জন করেই হল্লা করুক, নিয়মিত।
অবশ্য উন্নয়ন দেখে ভয় পেলে বা মাসিক বেতনের স্বাচ্ছন্দ্য, চোখে তুলসি
পাতা আর কানে হেডফোন গুঁজে দিলে আপনি সাক্ষৎ মহাপুরুষ। আর আপনার পরেই মহামতী
শিক্ষক শ্রী বিজন সরকার।
তবে যদি এগুলো করতে পারেন, মাইরি বলছি-
নবান্ন, পিসার টাওয়ার হতে সময় নেবেনা।
_________________
উন্মাদ-ইয়ো-পরামর্শ
(ইয়ে, আমি শিক্ষক নই তো, লাষ্ট বেঞ্চের লাথখোর ছাত্র। বানান ভুল নিজগুণে মাফ করে দিয়েন। আর, দয়া করে আমার মাঝে ফেক আবিষ্কার করে, নিজেকে ফেলুদা ভেবে মস্তিষ্কে রজঃস্রাব ঘটিয়ে লাভ নেই, আমি জেনুইন ফেক।)
_________________
উন্মাদ-ইয়ো-পরামর্শ
(ইয়ে, আমি শিক্ষক নই তো, লাষ্ট বেঞ্চের লাথখোর ছাত্র। বানান ভুল নিজগুণে মাফ করে দিয়েন। আর, দয়া করে আমার মাঝে ফেক আবিষ্কার করে, নিজেকে ফেলুদা ভেবে মস্তিষ্কে রজঃস্রাব ঘটিয়ে লাভ নেই, আমি জেনুইন ফেক।)
No comments:
Post a Comment