(৪)
একাকীত্বের শিকল থেকে
মুক্তি পাবার জন্যে,
মাতাল নেশায় মত্ত পাখী
বিরহ কাতর কন্যে।
পিছনে পাখির সোনার খাঁচা
আপনজনে ভরা,
ভয়াল শাসন, উড়তে বারন,
নিষেধ মানায় গড়া।
ছোট্ট পাখী, আঙিনা জুরে
গুমরে মরত একা,
রক্তচক্ষুর আড়ালেতে প্রেম
এই বুঝি দিলো দেখা।
আষাঢ় কালে, আকাশ ভেঙ্গে
নামত যখন ধারা,
মনের ঘরে নিঃস্ব পাখী
কেঁদে’ই পাগলপারা।
No comments:
Post a Comment