Monday, 27 February 2017

।। উন্মাদনামা ~ ২৯ ।।

ভালবাসার মানুষটিকে প্রেম দেখানোর অধিকারটা স্বিকৃত, সম্পর্ক নাকি ওটিতেই টেকে। অতএব ভাল থাকতে গেলে শুধুই প্রেমটা থাকলেই হয়। বাকিগুলো ভুলতে হয়, ভুলেও ভুলতে ভুললে হবেনা।
অন্যান্য যাবতীয় মানবিক অনুভুতি গুলো শুধুই ব্যাক্তির নিজশ্ব, তাতে অন্য কারো ভাগ নেই। মনের মানুষটিও সেই দায় নেয়না। তা সে রাগ হোক বা ঘৃনা বা বা লোভ মোহ বা কামনা ও একটু বেশি চাহিদা। তবেই না প্রাক্তন হয়.....
সাথে সাথে যদি মুহুর্তটা মিলে যায় তাহলে সেই মুহুর্তের জন্য অবশ্য ওগুলো সিদ্ধ। "তুমিই আমার সব" কথাটি বলার পরে, সেটাকে সিংহাসনস্থ করে তাকে ঘিরে যাবতীয় ঘটনাক্রম গুলো ঘটে চলে অবশিষ্ট জীবনভর। প্রতি পদক্ষেপে না মানাটা যেন সম্পর্ক টিকিয়ে রাখার অন্যতম দাবি হয়ে ওঠে।
যন্ত্রনা সওয়ার নাম ভালবাসা হলে, যন্ত্রনার উৎপত্তিস্থল খোঁজার দায় কি এড়ানো যায়? উহ্য করে থাকলে থাকাই যায়, কিন্তু যখন অস্তিত্বের সঙ্কট তৈরি হবে তখন সেই পাকদণ্ডী কে অগ্রাহ্য করে পিছিয়ে আসার পথ থাকে না। তাই সইলে সওয়া যায়, তা বলে তাতে অভ্যস্ত হলে হবেনা, প্রতিকার খোজা দরকার।
কষ্টতে অন্যের প্রবেশে মানা থাকে, কষ্ট প্রকাশ করতে নেই, অনুভুতিকে প্রকাশ্যে এনেছো কি তুমি অশ্লীলতার দায়ে দায়ী। অতএব প্রেম করার আগে একটা ভাল ম্যানেজমেন্ট কোর্স করতে হয় - আবেগকে কিভাবে নিয়ন্ত্রন করবে। অবশ্য সম্পর্ক ভাঙতে ভাঙতে মানুষ এগুলো শিখে যায় থুরি জেনে যায়, কিন্তু শেখে না। কারন শর্ত দিয়ে আর যাই হোক মনের ব্যাবসাতে প্রতিষ্ঠা পাওয়া যায়না, আর গেলেও সেই নিয়ন্ত্রিত- নিয়ন্ত্রন থাকলে সেটা বেশ্যাবৃত্তির থেকে কম কিছু হয়না~ নারী পুরুষ নির্বিশেষে।
প্রেম মানে কি দায়িত্ব পালন?
দায়িত্ব তো চাকুরি করতে হলেও পালন করা আবশ্যিক, নির্দিষ্ট নিয়ম মেনে একটা ছকে বাঁধা জীবন। প্রেমে মানুষ কি বন্দি হতে চাই? না কি জীবনের সুপ্ত ইচ্ছা ও লুপ্ত আবেগগুলোকে খোলা আকাশে উড়িয়ে দিতে চাই সকলে? ছন্নছাড়া বলেই না প্রেমটা শুরু হয়, তবে আবেগের জয় হয়না।
দায় দায়িত্ব, সমাজ , অক্ষমতা, অভাব, লজ্জা সহ নানা প্রতিবন্ধকতার ভীরে একটু খোলামেলা পরিসর যেটুকু থাকে সেটা তো ভালবাসার মানুষটির কাছেই। তাকে প্রেম করি বলে যদি সকলসময় অধিকার বোধের দাঁড়িপাল্লা হাতে ইঞ্চি মেপে মেপে এগোতে হয় সেই সম্পর্ক আর যাই হোক অনবিল ভালবাসা নয়।
প্রেমে অনিশ্চয়তা থাকবে, পাশাপাশি একটা হিংসাও থাকা দরকার, যে ও আবার আমার থেকে বেশি আমাকে ভালবাসেনা তো? একটা সন্দেহ... যে আমি বোধহয় কম ভালবাসছি ইত্যাদি। কেও আমার মনের মানুষের দিকে আমার দৃষ্টিতে চাইলে ক্ষোভ হওয়াটা সম্ভবত সুস্বাস্থ্যের লক্ষন। শুধুমাত্র কিছু ভাল ভাল পিরিতের কথা বলার জন্য পতিতা পল্লিতে অনেক মহিলা বা পুরুষ থাকেন, যারা বিনিময়ে প্রেম বিলায়। ঝগড়া না হলে ভালবাসাটা সিদ্ধ হয় কি? ভালবাসার মানুষটির জন্য যদি নিজেকে বা তাকে অসুরক্ষিত মনে না হয় কোন একটি মুহুর্তের জন্যও তাহলে সেটা বিনিময় ভালবাসা অথবা সময় নিস্কাষনের মাধ্যম বলেই বিবেচিত হয়।

ভালবাসা......
ভালটাও বাসা, মন্দটাও বাসা, সবটা নিতে পারলে তবেই পরিপূর্ণতা আর সাফল্য।

No comments:

Post a Comment