স্বারম্ভিতা
সেদিন, যখন আকাশ ভেঙ্গে বর্ষারা এসেছিলো
তুমি তো তোমার সমস্ত আগল উন্মুক্ত করে;
একা একাই ভিজেছিলে, উন্মাদিনীর মত...
অনাবৃত বেহায়ার মত, শিক্ত তনুপট ভরে।
আজি, পরিমন্ডলে অসিত নীরদ, ঘনঘরঘটা
কুজ্ঝটিকা পরিপূর্ন, দূর সীমান্তে দুযতির রেখা,
অঁজিষ্ণু আজি বড় অসহায়, লজ্জাতে মুখ ঢেকে,
এর দায় কি তুমি নেবে না আজ!! নিয়তির লেখা?
কল্পলোকের অধিবাসীনি তুমি, অনুভুতির অস্থিপিঞ্জর
ব্যাক্ততাতেই কি প্রেমসম্পাত? নির্ঝরের আবেগ...
নিস্বনতার স্বরসঙ্ঘাতে আমি অসন্ধিত-উৎপাটিত-বিভক্ত
কতটা আমাকে সহ্য করিতে পারো? সরায়ে অস্মিতার মেঘ।
23/06/2015
No comments:
Post a Comment