Sunday, 28 June 2015

অনুসারী- ১


একটা অসার জল্পন, অবশ্যই উন্মাদীয়
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

অনুসারী
প্রথম পর্ব 

দরজার ফাঁকে অগোছালো হয়ে
পরেছিলো, অত্যান্ত অগোছালো ভাবে...
মহুয়া দি, বারকয়েক বলেছিল
অনু- ওটা গুছিয়ে রাখিস নি কেন!!

ওই লাল শাড়িটা।

কোন জবাব দিতে পারিনি,
আমি,
আম নিজেই যে অগোছালো হয়ে আছি,
মহুয়াদিটা ও না... সব প্রশ্নের কি
উত্তর হয়? না দিতে আছে?
ও যদি জানতো নিশ্চই শুধাতো না,
কেন পড়ে আছে...

ওই লাল শড়িটা।

এই তো সেদিন,
যেদিন সুর্যের সাথে কালো মেঘেরা
লুকোচুরি খেলছিল,
খুব গুমোট ছিলো আবহাওয়াটা,
আর মনটাও, খুব ঘেমেছিলাম সেদিন,
সে সবই তো ওই শাড়িটাতেই জমা আছে...
কালো সানগ্লাসে চোখ ঢেকে
আর পরনে...

ওই লাল শড়িটা।


ক্রমশ...
উন্মাদ হার্মাদ
৮ই আষাঢ়, ১৪২২

No comments:

Post a Comment