(৮)
সাহষ করে শুধাই পাখী
কে তুমি গো ছেলে!
সাঁঝের বেলা এমনি করে
আমায় চমকে দিলে!!
শূন্য থেকে, এলো আওয়াজ
“আমিই তো সেই তারা”,
যার জন্যে বৈরাগী তুই
জাগিস রাত্রি সারা।
পাখী বলে, তাই যদি হয়
আয় না তবে কাছে,
লুকিয়ে আসিস, সাবধানেতে
কেও না দেখে পাছে।
দেখবো তোকে নিজের চক্ষে
দেখবো তোকে ছুঁয়ে,
থরথর কাঁপে পাখীর হৃদয়
পরছে যে লাজ চুঁয়ে।
......ক্রমশ
No comments:
Post a Comment