Thursday, 28 February 2019

।। অস্ত্র কেনা ।।

তো ভক্তো অ্যান্ড মিত্রোঁ...
হাত জোড় করে, ব্যাকগ্রাউন্ডে মৃত CRPF জওয়ানদের ছবি নিয়ে, ধরা গলাতে বলছেন " দেশকা সুরক্সা মজবুত হাতোমে হ্যায়"
কাজ সারা হয়ে গেল, ভোটের ফান্ডের জন্য কাটমানিও এসে গেল। অস্ত্র ব্যবসায়ীরা তাদের কাজ সেরে নিয়েছে। এখন ভোটটা শুধু পদ্মতে দিলেই ১৬ কলা পূর্ণ হবে। পাকিস্তানে কি হবে তারা ভাবুক, আমাদের দেশপ্রেমিক নেতারা আমাদের জাতীয় কোষাগারে সার্জিক্যাল স্ট্রাইকটা করে ফেলেছেন।🤣🤣🤣
আরে!!!! আপনি তো দেশদ্রোহী খুঁজতে অন্ধ, এগুলো জানেনইনা। আপনার চৈতন্য হোক।

No comments:

Post a Comment