সুখ; তুই ছিলি ভীষন দামী
একলা মনের ঠাঁই
আজ, জ্যান্ত শুধু কাগজেকলমে
মেখে সোহাগের ছাই।
সুখ; তোর মনের ভাঁজে; খাঁজে খাঁজে
লুকিয়ে রাখা উষ্ণতা
কিভাবে তোকে বোঝায়! আমার
ফুরিয়ে গেছে কথা।
সুখ; চাইনা তোর গঠনমূলক
আদরের কথা বলতে
মানমন্দির আঁধার কালো
শ্মশানভূমির সলতে।
সুখ; আজ শুধু হাঁতরে খুঁজি
কোনখানটাতে ভুল
ফারাকটা শুধু বড্ড বেশি
মিলবেনা দুই কুল।
No comments:
Post a Comment